অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বেশ কিছু দিন ধরেই সময় অনুযায়ী মেট্রো না চলা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতিতে আজ মেট্রো কর্তৃপক্ষ জানান, ‘‘আগামী এক মাসেরও বেশী সময় ধরে শনিবার-রবিবার সকালবেলা ৩ ঘণ্টা ১০ মিনিট মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ অবধি কোনো মেট্রো চলবে না। কিন্তু বাকি দিন গুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।’’
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ ও মেগা পাওয়ার ব্লকে’র কারণে আগামী ৬ ই মে শনিবার থেকে ১১ ই জুন রবিবার পর্যন্ত একটা নির্দিষ্ট সময় শনিবার এবং রবিবার অবধি মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) অবধি মেট্রো চলবে না।
Sponsored Ads
Display Your Ads Here
আগামী ৬ ই মে, ১৩ ই মে, ২০ শে মে, ২৭ শে মে ও ৩ রা জুন এই পাঁচটি শনিবার সকালবেলা ৬টা ৫০ মিনিট থেকে সকালবেলা ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ অবধি মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। এছাড়া সকালবেলা ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি স্বাভাবিক মেট্রো চলবে।
Sponsored Ads
Display Your Ads Here
আর আগামী ৭ ই মে, ১৪ ই মে, ২১ শে মে এবং ৪ ঠা জুন এই চারটি রবিবার সকালবেলা ৯ টা থেকে সকালবেলা ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ অবধি মেট্রো চলবে না। কিন্তু দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলবে। তাছাড়া সকালবেলা ১০টার পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অবধি স্বাভাবিক নিয়মে মেট্রো চলবে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি আগামী ২৮ শে মে ও ১১ ই জুন সকালবেলা ৯টার পরিবর্তে ১০টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে।