অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মেট্রো চালু হতে না হতেই ফের মেট্রো পরিষেবা বন্ধ হয়ে পড়ে। এবার বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে এক জন যাত্রী ঝাঁপ দিতেই মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে পড়ে।
আজ সকালবেলা থেকেই মেট্রো পরিষেবা বিপর্যয় হয়ে পড়েছিল। চাঁদনি চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঢুকে যাওয়ায় দু’ঘণ্টা ধরে এই স্টেশনগুলিতে মেট্রোর পরিষেবা বন্ধ ছিল। সকালবেলা ১১টা নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। কিন্তু তার কয়েক মিনিটের মধ্যেই আবারও বিপত্তি ঘটে।
জানা যায়, সকালবেলা ১১টা ২০ মিনিট নাগাদ এক জন যাত্রী বেলগাছিয়া মেট্রো স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন। এর জেরে শ্যামবাজার থেকে দক্ষিণেশ্বর অবধি আপাতত মেট্রো পরিষেবা বন্ধ থাকে। বর্তমানে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
