অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে চলেছেন। শুক্রবার সন্ধ্যাবেলা ৭টা ৫ মিনিট থেকে সোমবার সকালবেলা ৮টা অবধি সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ও এসপ্লানেড থেকে হাওড়া ময়দান অবধি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মেট্রো সূত্রে খবর, এই আড়াই দিনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ যুক্ত করে যাতে পরিষেবা দ্রুত শুরু করা যায়, তার জন্য যাবতীয় সিগনালিং প্রক্রিয়া অডিট করা হবে।
আর এইসব বিষয় খতিয়ে দেখতে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল সেফটি অডিট অ্যাসোসিয়েশন আসছে। আড়াই দিন ধরে বউবাজার এলাকার খুঁটিনাটি পরীক্ষা করা হবে। আর সেই কারণে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। এদিন সন্ধ্যাবেলা ৭টায় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে শেষ মেট্রো ছেড়েছে। আর সন্ধ্যাবেলা ৭টা ৩ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়তে পারে। এছাড়া সন্ধ্যাবেলা ৭টা ৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে শেষ মেট্রো রওনা দিতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর আড়াই দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকার পর সোমবার সকালবেলা ৮ টায় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে। এবং সকালবেলা ৮ টা ৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে প্রথম মেট্রো ছাড়তে পারে। আর সকালবেলা ৮টা ১৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে প্রথম মেট্রো রওনা দিতে পারে। তবে মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে। যদিও ব্লু লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here