অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শাহরুখ খান নিজেই বলেছিলেন, ’’লিওনেল মেসির সাথে দেখা করতে শহরে আসবেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকার কথাও জানিয়েছিলেন।’’ কিন্তু যেমনটা ভেবেছিলেন তেমনটা না হলেও ছোটো ছেলে আব্রামের সাথে লিওনেল মেসির দেখা করালেন। ছবিও তুললেন। তবে বাদশার মাঠে আসা হলো না। হোটেল থেকেই বিমানবন্দরের পথে রওনা দিয়ে মুম্বইতে ফিরে গেলেন।

প্রায় প্রতি বছর শাহরুখ খান ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় আসেন। কিন্তু চলতি বছর উপস্থিত হননি। অনুরাগীদের আশা ছিল, শাহরুখ খান ও লিওনেল মেসিকে একসাথে দেখবেন। যদিও সেই আশা পূরণ হয়নি। তবে কি চড়া দামে টিকিট কেটে ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে দর্শকরা মাঠ জুড়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী করে, তার জেরেই শাহরুখ খান মাঠে আসার পরিকল্পনা বাতিল করেন!!

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code









