শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিণ দিনাজপুরঃ গতকাল দিলীপ ঘোষ নির্বাচনের পর উত্তরবঙ্গে প্রথম সফরে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপু্রে এলেন। তৃণমূল গরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর বিজেপি থেকে তৃণমূলে কর্মী ও বিধায়কদের আটকাতে এই সফর বলে মনে করা হচ্ছে।
https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc
যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচনের পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংগঠনিক বৈঠক করেছেন। এদিন তিনি দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সাংসদ, বিধায়ক এবং কার্যকর্তাদের নিয়ে বুনিয়াদপুর বিজেপি কার্যালয়ে বৈঠক করেন।
Sponsored Ads
Display Your Ads Here
https://www.youtube.com/watch?v=B9Z0MDwRhv4
Sponsored Ads
Display Your Ads Hereএদিন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ দিবস পালনের পক্ষে বলেন নতুন প্রজন্মদের জানা দরকার। উত্তরবঙ্গ বিতর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, “বিজেপি চায় না উত্তরবঙ্গ আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্য হোক। নিজের ও আলাদা রাজ্যে কোনো মত নেই”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=-3FqM0KNkTw
মুকুল রায়ের উত্তরবঙ্গের বিজেপি বিধায়কদের ফোনের প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, “কারো সাথে আলাদা সম্পর্ক থাকতেই পারে। কিন্তু তারা বিজেপিতেই আছে”।
https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0