চয়ন রায়ঃ কলকাতাঃ শীতলকুচির ঘটনার প্রভাব বঙ্গের ভোটে পরবে না। সোমবার রাজারহাটে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি। যারা ভোটের লাইনে দাঁড়িয়ে গন্ডগোল করেন মানুষ তাদের দিকে তাকাবেন না”।
“দিলীপ ঘোষ অভিযোগ করেন যে, “তৃণমূল সব জায়গায় হারতে চলেছে। তাই ভোটের লাইনে দাঁড়িয়ে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভয় দেখানোর কাজ করছে। আর শীতলকুচির ঘটনা এরই একটি উদাহরণ। আর মানুষ পঞ্চায়েত, পুরসভার ভোট দিতে পারেনি। ফলে কমিশন ও কেন্দ্রীয় বাহিনী বিধানসভায় ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। তাই এবারের ভোটে কোচবিহারের শীতলকুচির গুলি কান্ডের কথা মানুষ ভাবতে চাইছে না বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=5ZttAmps8U0
প্রসঙ্গত, তৃণমূল শীতলকুচিতে গুলি কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষনা করছে। শাসকদল কমিশনের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে দিয়েছেন, “তৃণমূলের দায় শীতলকুচি গুলি কাণ্ডে ক্ষতিপূরণ দেওয়ার। কারণ আমাদের কর্মীরা মারা গেলে আমরা ক্ষতিপূরণ দিয়েছি। মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শীতলকুচির ঘটনা ঘটেছে। তাই তারা ক্ষতিপূরণ দেবে এটাই স্বাভাবিক”।