‘এই নির্বাচনে পরিবর্তন হবে’, জানান দিলীপ ঘোষ
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ “যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গতে জিততে হবে সেজন্য বিজেপির নেতারা প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। দিদির কাছে কোনো নেতা নেই কেবল দিদিই আছে” বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ এই কথা জানান।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি জনসভায় বলেন, “যে যথেচ্ছভাবে হেলিকপ্টার ব্যবহার করছে” সেই প্রসঙ্গে দীলিপ ঘোষ বললেন, “১৪০ জন বিজেপিকে ক্ষমতায় নিয়ে আশার জন্য প্রাণ দিয়েছেন। চলতি নির্বাচনে চার থেকে পাঁচ জনের হত্যা হয়েছে তাই যাতে তাদের বলিদান ব্যর্থ না হয় তার জন্য দেশের সমস্ত নেতারা বাংলা দখলের লড়াইয়ে নেমেছে। কারণ বাংলার মানুষ উন্নয়ন চায়”।
কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “রাজ্যের মানুষ কেন্দ্রীয় বাহিনীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে তাতে কিছু নেতার অসুবিধা হচ্ছে”। প্রধানমন্ত্রীর দিদি সম্বোধন প্রসঙ্গে বলে দিয়েছেন, “দিদির মানসিক অবস্থা ঠিক নেই তাই তাঁর ভালো কথা খারাপ লাগছে। এছাড়া নির্বাচনের পর দিদি হুইল চেয়ার ছেড়ে নিজের পায়ে দাঁড়াবেন কিন্তুু তখন চেয়ার আর থাকবে না”।