অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের ইডির বিরুদ্ধে (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করে দিল। জানা যায়, ইডি ও অভিবাসন দপ্তর ইচ্ছাকৃত ভাবে আদালত অবমাননা হয় এই ধরণের কোনো কাজ করেনি।
বিচারপতির নির্দেশ, মামলা চলাকালীন চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে বা অন্য কোনো আবেদন থাকলে আলাদা করে মামলা করতে হবে। এভাবে অবমাননার মামলায় নতুন করে কোনো আবেদন জানানো যায় না। আর গতকাল ইডি উচ্চ আদালতে জানায়, মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে আটকে রাখা ঠিক হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ১২ ই সেপ্টেম্বর তিনি ইডির দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর ওই দিনই মেনকা গম্ভীর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও বিমানবন্দরে আটকানো হলো কেন তা নিয়ে ইডি এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, এর আগেও কয়লা কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে, মেনকা গম্ভীরকে দিল্লিতে নয়, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
Sponsored Ads
Display Your Ads Here