Indian Prime Time
True News only ....

ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ মতুয়া মহাসংঘ

চয়ন রায়ঃ কলকাতাঃ এবার মতুয়া মহাসংঘ ভুয়ো এসসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আজ বনগাঁ এসডিওর কাছে হাইকোর্টের নোটিশ দেওয়া হয়েছে। আগে থেকেই ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে’র বনগাঁ মহকুমা কমিটির তরফে ভুয়ো এস সি কার্ড নিয়ে থেকেই সরব হয়েছিল।

সাম্প্রতিক এস পি কমিশনের নির্দেশে মতুয়া মহাসংঘের অভিযোগের ভিত্তিতে ডিএম ও এসডিওকে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের এসসি কার্ড নিয়ে তদন্ত করবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির পক্ষ থেকে এসডিওর বিরুদ্ধে এসসি কমিশনের নির্দেশ না মানার অভিযোগ তোলা হয়। ২৫ শে এপ্রিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ মহকুমা কমিটির তরফ থেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানানো হয়েছে।

আজ বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে হাইকোর্টের নোটিশ জমা দেওয়া হয়। আগামী ৮ ই মে হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। নবান্ন ভুয়ো কাস্ট সার্টিফিকেট কেলেঙ্কারিতে অভিযান চালিয়েছিল। সূত্র মারফত জানা যায়, অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর তদন্তে উঠে এসেছে যে, গত দেড় বছরে ১ হাজার ৪০০ ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, ‘‘এই শংসাপত্রগুলি জাল করে বহু মানুষ সংরক্ষণের সুবিধা নিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনী।’’

Get real time updates directly on you device, subscribe now.