নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির পাতকাটা কলোনী এলাকায় পারিবারিক অশান্তির জেরে ভাগ্নের হাতে খুন হলেন মামা। এই ঘটনায় এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতেরবেলা প্রায় সাড়ে ৮ টা নাগাদ অজিতকুমার সরকারের বাড়িতে ধূপগুড়ি দেশবন্ধু নগরের বাসিন্দা প্রসেনজিৎ দাম আসে। অজিত ও প্রসেনজিৎ সম্পর্কে মামা-ভাগ্নে। কিন্তু হঠাৎই বাড়িতে দু’চার কথার পর অশান্তি শুরু হয়। যা হাতাহাতি অবধি গড়িয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সময় লোহার রড নিয়ে ভাগ্নে মামার উপর ঝাঁপিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে গিয়ে মামী আলো সরকারও প্রসেনজিতের হাতে মারধর খান। চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসতে দেখে প্রসেনজিৎ পালাতে গেলে এলাকার বাসিন্দারা তাকে ধরে গনধোলাই দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে অজিতবাবুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত প্রসেনজিৎকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর আলো দেবীকে শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় পঞ্চায়েত প্রধান অনিতা রাউত বলেন, ‘‘পারিবারিক বিবাদের জেরে মারামারিতে এক জন মারা গিয়েছেন। আমি পুলিশের কাছে খবর দিই। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অভিযুক্তের মানসিক ভারসাম্য ছিল না বলে মনে হচ্ছে।’’ ইতিমধ্যে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।