নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আর জি কর কাণ্ডে সমগ্র দেশ উত্তাল হয়ে উঠেছে। এবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দিল্লির রাজপথ দখল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাদের দাবীতে ক্ষোভে ফেটে পড়লো। বঙ্গভবন অভিযানের ডাক দেওয়া হলো। ‘মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন না কেন, অপরাধীদে রফাঁসি দেওয়া হচ্ছে না কেন?’ এই প্রশ্ন তুলে দিল্লির রাজপথ গর্জে উঠলো। বিক্ষোভের জেরে পুলিশের ব্যারিকেড ভেঙে গেলো। পুলিশ কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় এবিভিপির কর্মী-সমর্থকদের মধ্যে।
সাড়ে ১২টা থেকে শুরু হয় জমায়েত। তৈরি ছিল পুলিশও। মিছিল করে এগোতেই তাঁদের আটকে দেয় উর্দিধারীরা। ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির হ্যালি রোড। ব্যারিকেড টেনে আটকে দেওয়া হয় রাস্তা। এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি সামলাতে জল কামান প্রস্তুত রেখেছে পুলিশ। অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যা তার ব্যবহার শুরু হবে তা স্পষ্ট।
যদিও শুরুতেই প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে আন্দোলনকারী। এরইমধ্যে আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশের সঙ্গে মাঠে নামতে দেখা যায় আধা সামরিক বাহিনীকে। যদিও বঙ্গভবনের দিকে নাছোড় আন্দোলনকারীরা। আন্দোলনে ছিলেন স্বপ্না দাস। ক্ষোভে গর্জে উঠলেন তিনিও। বললেন, “এখনও অনেককে লুকিয়ে রাখা হয়েছে। আমরা চাইছি সমস্ত দোষীদের শাস্তি হোক। মমতা এখন ক্ষতিপূরণের কথা বলছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ওনার এসব কথা বলতে লজ্জা করে না?”