ব্যুরো নিউজঃ রাশিয়াঃ মারিয়ুপোল ইউক্রেনের বন্দর শহর নামে পরিচিত। অবশেষে রাশিয়া এই মারিয়ুপোলকে স্বাধীন বলে ঘোষণা করল। জানাল যে, শেষ অবধি তারা ইউক্রেনের এই শহরকে মুক্ত করতে সফল হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ‘‘মারিয়ুপোলকে সফল ভাবে মুক্ত করতে পেরে আমি গর্বিত।’’
ইউক্রেনের এই শহরটিতে একটি ইস্পাত কারখানা রয়েছে। ভ্লাদিমির পুতিন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করার নির্দেশ দিয়েছেন। তবে ইউক্রেনের সেনাবাহিনী এই শহরটির দখল রাখতে চেয়ে গতকাল পর্যন্ত প্রাণপণ লড়াই করেছে। কিন্তু সফল হতে পারেননি।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেস্চুক জানিয়েছেন, ‘‘শহরের শিশু ও মহিলাদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই রুশ সেনা বাহিনী মারিয়ুপোল দখল নিয়েছে রুশ সেনারা। তাই ঝুঁকি না নিয়ে হিউম্যান করিডোর তৈরী করে দ্রুত মারিয়ুপোলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এর আগে গোটা বিশ্ব রুশ সেনা বাহিনীর দখলে আসা ইউক্রেনের শহরগুলিতে রুশ সেনা বাহিনীর অত্যাচারের নমুনা দেখেছে। শিশু এবং মহিলাদের ধর্ষণ করে খুন করা হয়েছে। সাধারণ নাগরিককে হাত বেঁধে হত্যা করা হয়েছে। তাই এদিন চারটি বাসে মারিয়ুপোলের বাসিন্দাদের স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে।