নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ কেন্দ্রীয় আধাসেনা ও পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই আজ নিষিদ্ধ সিপিআইর (মাওবাদী) সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছে। এই হামলায় প্রায় ৯ জন জওয়ান নিহত হয়েছেন। আর বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন।
প্রাথমিক খবরে জানা গিয়েছে, বেদ্রে-কুতরু রোডের পাহাড় এবং জঙ্গলঘেরা অংশে ওই গাড়িটি মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ফাঁদে পড়ে। ওই গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ বাহিনীর জওয়ানেরা ছিলেন। গত সপ্তাহে মাওবাদীরা বিজাপুর জেলারই ফরসেগঢ়ে পুলিশের চর ঘোষণা করে ৩৫ বছর বয়সী স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়োকে খুন করেছিল। ঘটনাচক্রে, শনিবার থেকেই যৌথবাহিনী বিজাপুর লাগোয়া নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমানায় দক্ষিণ অবুঝমাঢ়ের জঙ্গলে মাওবাদী দমন অভিযান শুরু করেছে। গত দু’দিনের লড়াইয়ে দু’তরফের গুলির লড়াইয়ে ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ বাহিনীর এক জওয়ান ও পাঁচ জন মাওবাদী নিহত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্যের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করে জানান, “মাওবাদী দমন অভিযান জারি থাকবে। খুব তাড়াতাড়ি ছত্রিশগঢ় মাওবাদী-মুক্ত হবে।” পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে বলেন, “এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের জওয়ানদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। ২০২৬ সালের মার্চের মধ্যে আমরা দেশকে মাওবাদী-মুক্ত করব।”
Sponsored Ads
Display Your Ads Here