নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুরে জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার বস্তা বস্তা ভোটার কার্ড। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশকে। পুলিশ ওই ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। ঘশান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকায় জাতীয় সড়কের পাশে রয়েছে পরিত্যক্ত জায়গা। সেখান থেকেই এই ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে। একাধিক ভোটার কার্ডের সঙ্গে যোগ রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার, প্রাথমিক ভাবে জানা যাচ্ছে এমনটাই। প্রশ্ন উঠছে, ওই ভোটার কার্ডগুলি কি আসল? তা হলে তা রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল কেন? তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।

রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য্য জানান, কে বা কারা ওই ভোটার কার্ডগুলি রাস্তার ধারে ফেলে গিয়েছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ জানান, উদ্ধার হয়েছে বেশ কয়েকটি এপিক কার্ডও। সেগুলি অধিকাংশই বাতিল। এ দিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বৃহস্পতিবার নদিয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ভোটার কার্ডগুলি উদ্ধার নিয়ে একে অন্যকে আক্রমণ করছেন তৃণমূল এবং বিজেপি নেতারা।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা তপন সরকার এই প্রসঙ্গে দাবী করেন, ‘‘যেহেতু মুখ্যমন্ত্রী নদিয়ায় আসছেন, তাই ইচ্ছে করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বিজেপিই। রাজ্যজুড়ে চলা SIR-এর বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়িয়েছেন তিনি। সেই জন্য এই কারসাজি করেছে বিজেপিই।’’ পাল্টা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘‘এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছে। SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) চালু হওয়ায় তৃণমূল ভয় পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে এইরকম ভোটার কার্ড উদ্ধার হয় তার প্রমাণ।’’
Sponsored Ads
Display Your Ads Here









