নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ আচমকাই গতকাল রাত ১ টা ৩০ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের গিরিডি বিস্ফোরণে কেঁপে উঠল। এই বিস্ফোরণের জেরে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী সহ বহু ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি বহু ট্রেন বাতিলও হয়ে গেছে।
যে ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে সেগুলি হল- নয়াদিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ও নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। এই ট্রেনগুলি ধানবাদ-গয়া রুটের পরিবর্তে পটনা-ঝাঁঝর রুট হয়ে চলবে।
এছাড়া নিরাপত্তার কারণে হাওড়া-দিল্লি রেল রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ধানবাদ-দেহরি এক্সপ্রেস, গয়া-আসানসোল প্যাসেঞ্জার ট্রেন এবং আসানসোল-বারাণসী প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি এই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের কারণে রেল ট্র্যাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
পুলিশ সহ রেলের কর্মকর্তা এবং কর্মচারীরা এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আপাতত ট্র্যাক মেরামতের কাজ চলছে। তবে মাওবাদীদের একাধিক পোস্টার ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়ায় পুলিশের অনুমান যে মাওবাদীরাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ সূত্রের খবর অনুযায়ী, আজ মাওবাদীরা সিপিআই পলিটব্যুরোর সদস্য প্রশান্ত বোস ও স্ত্রী শীলা মারান্ডিকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝাড়খণ্ড-বিহারে বনধে্র ডাক দিয়েছিল। এর পর থেকেই মাওবাদীরা রেলকে টার্গেট করেছিল।