Indian Prime Time
True News only ....

ঘূর্ণিঝড়ের জেরে বন্ধ থাকবে শিয়ালদহ শাখার বহু ট্রেন

- Sponsored -

- Sponsored -

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে এ রাজ্যেও ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হয়েছে। আর এই আশঙ্কার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিল। ডিআরএম দীপক নিগম জানান, ‘‘দানা’র প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বেশ কিছু শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে।’’

রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতেরবেলা ৮টা থেকে শুক্রবার সকালবেলা ১০টা অবধি শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার কোনো ট্রেন ছাড়বে না। অন্য দিকে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ৭টা থেকে পরের দিন সকালবেলা ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনো স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কোনো ট্রেন ছাড়বে না। পাশাপাশি, বৃহস্পতিবার রাতেরবেলা ৮টা থেকে শুক্রবার সকালবেলা ১০টা অবধি শিয়ালদহ ও বারাসাত থেকে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই রকম ভাবে হাসনাবাদ থেকেও কোনো ট্রেন বারাসাত বা শিয়ালদহের উদ্দেশ্যে ওই সময়ে চলাচল করবে না।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অন্য দিকে পূর্ব রেল জানিয়েছে, ইস্ট-কোস্ট রেল (পূর্ব উপকূলীয় রেল)-এর অনুরোধে পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু ট্রেন বুধ থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পুরীগামী বেশ কয়েকটি ট্রেন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে পারে। ফলে উত্তাল থাকবে সমুদ্র। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৩ অক্টোবর, বুধবার কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, পুরী-জয়নগর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, বেঙ্গালুরু-মুজফ্‌ফরপুর এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, মালদহ টাউন-দীঘা এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পরের দিন, শুক্রবারও আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ওই দিন পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেনটিও বাতিল করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored