নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ ২২ শে নভেম্বর পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার খাটকুড়া প্যাসেঞ্জার হল্ট স্টেশনে ওভারব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য ও কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার জন্য এক জোড়া লোকাল ট্রেন বাতিল করা হবে।
আজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। ০৮০৬৯ এবং ০৮০৭০ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশালকে বাতিল করা হয়েছে।
এছাড়াও ওই দিন ১৮০৩৩ ও ১৮০৩৪ হাওড়া-ঘাটশিলা-হাওড়া এক্সপ্রেস খড়গপুর স্টেশন থেকে ছাড়বে। এর পাশাপাশি কিছু ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। ট্রেনগুলি নির্ধারিত সময়ের অন্তত ১৫-২০ মিনিট পরে ছাড়তে পারে।