নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের চামোলির ছিনকায় সাত নম্বর জাতীয় সড়কে ধস নেমে জাতীয় সড়কের একাংশ ভগ্নাবশেষে ঢেকে রয়েছে। এদিকে ওই রাস্তা দিয়ে বদ্রীনাথ যেতে হয়। তাই সেখানে ধস নামার জেরে বহু পর্যটক আটকে আছেন।
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের একাংশ। মৌসম ভবন (আইএমডি) কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সে সব জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য যে, তিন দিন আগে হিমাচলেও একই পরিস্থিতি তৈরী হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, মাণ্ডি থেকে কুলু যাওয়ার জাতীয় সড়কে ধস নামে। ১৫ কিলোমিটার রাস্তায় যানজট তৈরী হয়। এর জেরে প্রায় ২০০ জন পর্যটক আটকে পড়েন। গত কয়েক দিনে বৃষ্টি ও ধসের কারণে হিমাচল প্রদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। আর ৩৪ জন আহত হয়েছে। বাকি তিন জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here