নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ বিগত কয়েকদিন থেকে উত্তরবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টি হয়েই চলেছে। ফলে দার্জিলিং থেকে কালেবুং যাওয়ার রাস্তা রীতিমতো বন্ধ। সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তাতেও জলস্তর বেড়েছে। আর ওই জল রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে।
উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করেছে। এর জেরে কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং ও সিকিম উত্তরে প্রবল বৃষ্টি অনবরত হয়েই চলেছে। এর ফলে তিস্তা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে ওই জল উপচে রাস্তার উপর দিয়ে বইছে। এমনকি বৃষ্টির কারণে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। পাশাপাশি ওই ধসের জেরে একাধিক এলাকার রাস্তা বারংবার বন্ধ হয়ে যাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, সিকিম প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সব রকমভাবে চেষ্টা করছেন। প্রতিদিন একাধিক দল তৈরী করা হচ্ছে। আর যে সকল জায়গায় রাস্তা বন্ধ হচ্ছে সেই জায়গা পুনরায় ঠিক করার চেষ্টা করা হচ্ছে। আর যে পর্যটকরা বেড়াতে গিয়ে আটকে পড়ছেন তাদের সরিয়ে আনার দ্রুত চেষ্টা করা হচ্ছে। কিন্তু বৃষ্টি বন্ধ না হলে আরো বেশ কয়েকদিন দুর্যোগ চলবে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here