নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ মৌনি অমাবস্যায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায় পূণ্যস্নান করতে গিয়ে প্রবল ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরী হয়। এর জেরে ৩০ জন আহত হয়েছেন। আর অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আবার অনেকেরই, বিশেষ করে মহিলাদের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছে। ফলে দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কুম্ভ আয়োজনকারী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণেই তৈরী সেন্ট্রাল হাসপাতালে প্রায় ত্রিশ জন মহিলার চিকিৎসা চলছে। কারোর আঘাত গুরুতর নয়। এই ঘটনাকে কেন্দ্র করে অমৃতস্নান শুরুতে দেরী হয়। জুনা আখাড়ার মুখপাত্র জানান, আপাতত “আখাড়াগুলি তাদের স্নান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দূর-দূরান্ত থেকে যে পূণ্যার্থীরা এসেছেন, তাদেরই আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে নামতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, কুম্ভে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলে গোটা পরিস্থিতির খোঁজ নেন। আর দ্রুত উদ্ধারকাজের নির্দেশ ও সমস্ত রকমের সহযোগীতারও আশ্বাস দিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও যোগী আদিত্যনাথের সাথে ফোনে কথা বলেন।
Sponsored Ads
Display Your Ads Here