ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ মাস চারেক পেরিয়ে গেলেও ইউক্রেনে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এবার ইউক্রেনের পোলতাভা অঞ্চলের ক্রিমেনচুক শহরের জনবহুল একটি শপিং মলে রুশ সেনার মিসাইল স্ট্রাইকে প্রাণ হারিয়েছেন ১৬ জন। আর গুরুতর আহত হয়েছেন ৩৪ জন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা করে লিখেছেন, “শপিং মলে যেখানে হাজার হাজার মানুষের জমায়েত ছিল সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে। শপিং মলটি পুরো জ্বলে গিয়েছে। দমকল আপতকালীন পরিস্থিতিতে উদ্ধারের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিচ সমগ্র ঘটনাটির চরম নিন্দা জানিয়েছেন। আবার পোলতাভা অঞ্চলের প্রশাসনিক প্রধান দিমিত্রো লুনিন এই আক্রমণকে যুদ্ধাপরাধ বলে তোপ দেগেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, ইতিমধ্যে জার্মানিতে জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশেগুলো একত্র হয়েছে। ফলে মনে করা হচ্ছে যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ওই দেশগুলো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই অবস্থায় ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর প্রথমবার ভ্লাদিমির পুতিন বিদেশ সফরে যাচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের মতে, “তাঁর এই বিদেশ সফর যে অন্যান্য দেশের চোখ রাঙানিকে ভয় পাচ্ছে না, এই হামলা সেই বার্তাই দিচ্ছে।” যদিও এর আগে এই শহরের তেল শোধনাগার সহ অন্যান্য জায়গায় রুশ ক্ষেপনাস্ত্রের হামালা চালানো হয়েছে।