নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারে বনধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে গুলি চললো। এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সহ একাধিক আহত হয়েছেন। জানা যাচ্ছে, আজ বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক দাবীতে সারা ভারত বন্ধের ডাক দেয়। সেই মতো সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় বনধ পালন করতে দেখা যায়। রাস্তাঘাট প্রায় জনশূন্য। বেসরকারী পরিবহন ব্যবস্থাও স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে, জেলার বিভিন্ন চা বাগানগুলিতেও বন্ধ পালন করতে দেখা যায়।
অভিযোগ, “তপসীখাতা অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান লক্ষ্মীকান্ত রাভা ও তার সঙ্গীরা বনধের বিরুদ্ধে গিয়ে সমর্থনের পক্ষে কথা বলেন। তাতেই বনধের বিরোধীতায় প্রচারে নামা তৃণমূলের অপর গোষ্ঠীর সাথে বচসা শুরু হয়। এদিন দুপুরবেলা নাগাদ দুই পক্ষের বাদানুবাদ চরমে ওঠে এবং মারপিট শুরু হয়। সেই মারপিটে লক্ষ্মীকান্ত রাভা দলবল নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শেফালী রায়ের স্বামী রণজিৎ কুমার রায় ও তাদের লোকেদের বেপরোয়া ভাবে মারধর করেন।
তাতেই গুরুতর রণজিৎ কুমার রায় সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদিন আহতরা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা করিয়ে আলিপুরদুয়ার থানায় পুলিশের দ্বারস্থ হয়েছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে থানায় হাজির হয়েছেন। এরপর বিশাল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন। এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূলের লক্ষ্মীকান্ত রাভা অভিযোগ করেছেন দুই রাউন্ড গুলি চলেছে। কিন্তু গুলির বিষয়টি অপর গোষ্ঠী অস্বীকার করেছে। শেফালী বর্মন এই প্রসঙ্গে বলেন, “একটা কথা কাটাকাটি হয়েছিল। মীমাংসার জন্য সবাই মিলে বসার কথা ছিল। তারমধ্যেই এই ধরণের ঘটনা ঘটে গিয়েছে।”