ব্যুরো নিউজঃ তুরস্কঃ তুরস্কর রাজধানী ইস্তানবুলের একটি ব্যস্ততম রাস্তায় আচমকা বিকট শব্দে হওয়া বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। আর আহত হয়েছেন অন্তত ৫৪ জন। এই বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই ঘটনার পরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হঠাৎ করে হওয়া এই বিস্ফোরণের আতঙ্কে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে সেখানে যেমন রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে দোকান ছিল তেমন বহু স্থানীয় মানুষ এবং পর্যটকের জমায়েত ছিল। তাই বিস্ফোরণের পর সমগ্র এলাকা ঘিরে রেখে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here