ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আজ দুপুরবেলা পাকিস্তানের পেশোয়ারের কিস্সা খাওয়ানি বাজারের একটি মসজিদে কয়েকশো মানুষ নামাজ পড়ার সময় হঠাৎ করে বোমা বিস্ফোরণ ঘটে। এই বোমা বিস্ফোরণে প্রাণ হারান প্রায় ৩০ জন। আর আহত হয়েছেন ৫০ এর অধিক মানুষ। যাদের মধ্যে দশ জনের অবস্থা সঙ্কটজনক।
সূত্র মারফত জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকার্যে আশেপাশের মানুষজনও হাত লাগিয়েছেন। পাক পুলিশ এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার প্রবল নিন্দা করে শীঘ্র উদ্ধারকার্য সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এমনকি আহতদের হাসপাতালে ভর্তি করাতে যাতে কোনোরকম অসুবিধা না হয় সে বিষয়ে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
পেশোয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খান এই ঘটনার নিন্দা করেছেন। তাছাড়া এর মধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চিত করা হয় যে, এটি একটি আত্মঘাতী হামলা। হামলাকারীরা মসজিদে ঢোকার চেষ্টা করে। পুলিশ পিছু নিলে দুই পক্ষের মধ্যে গুলি বর্ষণ শুরু হলে এক জন এক আততায়ী মসজিদে ঢুকে পড়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। যার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।