নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের রামনগরের ডুমুরিয়ার রথের মেলা বেশ জনপ্রিয়। আর এবার ওই মেলায় ঘুরতে গিয়ে মোমো খেয়ে অসুস্থ একের পর এক ব্যক্তি। বমি, পেট ব্যথা সহ আরো বেশ কিছু উপসর্গ নিয়ে বেশ কয়েক জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মেলায় ঘুরতে গিয়ে অনেকে একটি দোকান থেকে মোমো খেয়েছিলেন। এরপর সকলে অসুস্থ হয়ে পড়েন। কারোর বমি, কারোর জ্বর তো কারোর আবার মাথা ঘোরার মতো সমস্যা শুরু হয়। ফলে বেশ কয়েক জনকে বালিসাই বড়রাংকুয়া হাসপাতাল ও মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। যাদের মধ্যে চোদ্দ জনের শারীরিক অবস্থার অবনতি হলে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া থেকে এই সমস্যা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কাঁথি মহকুমা হাসপাতালের সুপার অরূপরতন করণ এই ঘটনা প্রসঙ্গে জানান, “সোমবার রাতেরবেলা কাঁথি হাসপাতালের পুরুষ এবং মহিলা ওয়ার্ডে সাত জন করে মোট চোদ্দ জন রোগী ভর্তি হন। সকলেরই খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ ছিল। সকলের চিকিৎসা চলেছে। প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়ার পর তিন জন সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদেরও শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আশা করা যাচ্ছে, আগামী এক থেকে দু’দিনের মধ্যে সকলকে ছেড়ে দেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here