পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবায় পূর্ণিমার কোটালের জেরে রায়মঙ্গল নদীর প্রায় দু’শো ফুট মাটির নদী বাঁধ ভেঙে গেছে। এতে গোসাবা ব্লকের অন্তর্গত আমতলী গ্রাম পঞ্চায়েতের পুঁইজালি গ্রামে বন্যার জল ঢুকে গিয়েছে। আর নদীর নোনা জল সরাসরি চাষের জমিতে ঢুকে পড়ে। এমনকি যে যে পুকুরে মাছ চাষ করা হয় সেই সব পুকুরেও নদীর জল ঢুকে পড়ে। আবার রাতেরবেলা জোয়ারের সময় নদীর জল ঢুকে পড়েছে।
ফলে প্রায় আড়াইশো জনের বেশী বাড়ির দুর্গত মানুষ বাড়ির বাইরে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার গবাদি পশু সমেত আশ্রয়ে রয়েছেন। তবে আজ সকালবেলা নদীতে ভাঁটা শুরু হওয়ায় নদীর জল নামতে শুরু করেছে। সেচ দপ্তরের কর্মীরাও ওই সুযোগে জোর কদমে একাধিক জেসিবি নামিয়েছেন। আর বিকল্প তিনশো মিটার দীর্ঘ একটি রিং বাঁধ নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। যাতে আর কোনো ভাবেই রায়মঙ্গল নদীর জল ওই গ্রামে ঢুকতে না পারে।
এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েও দিয়েছে। যার জেরে আবারো আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here