অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিভিন্ন জেলার ৫০ থেকে ৭০ জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি। আর তাই পরীক্ষা দেওয়া থেকেও বঞ্চিত হবে। যার কারণবশত আজ মধ্যশিক্ষা পর্ষদের সামনে শিক্ষক ও পড়ুয়ারা সহ অভিভাবকরা বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, চলতি বছর প্রথম অনলাইন এনরোলমেন্ট পদ্ধতি হয়েছে। তাই শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে অ্যাডমিট কার্ডে ফর্ম ফিলাপে ভুল হয়েছে বলে জানান। মূলত একই নাম হওয়ায় বা পাশে বাবার নাম না থাকার জন্য অ্যাডমিট কার্ডের মধ্যে ভুল আছে। আর ওই ভুল শুধরাতে তারা সল্টলেকের ডিরোজিও ভবনের দ্বারস্থ হন। এছাড়াও এরকম অনেক পরীক্ষার্থী রয়েছে, যাদের অ্যাডমিট কার্ডই আসেনি। অতএব, এই সব কারণের জেরেই শিক্ষক-শিক্ষিকারা ডিরোজিও ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
কিন্তু ডিরোজিও ভবনের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় যে, এখন কোনোভাবেই এই ভুল ঠিক করা সম্ভব নয়। পর্ষদ সূত্রে খবর, তিন-তিনবার অনলাইনে সুযোগ দেওয়া সত্ত্বেও এই পড়ুয়াদের বিদ্যালয় উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। বেশ কিছু পড়ুয়ার অস্তিত্বের কথাই জানানো হয়নি। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের গাফিলতির জন্যই যারা অ্যাডমিট কার্ড পায়নি, তারা পরীক্ষা দিতে পারবে না বলে জানানো হয়েছে। তবে এর পরিপ্রেক্ষিতে অভিভাবকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।