নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানান, ‘অন্যান্য প্রাক্তন প্রধানমন্ত্রীদের মতো মনমোহন সিংয়ের ক্ষেত্রেও একই রীতি মানা হোক।’ আর কেন্দ্র সেই আর্জি মেনেও নিয়েছে।
অটল বিহারী বাজপেয়ী সহ প্রাক্তন প্রধানমন্ত্রীদের ক্ষেত্রে যেখানে তাঁদের শেষকৃত্য হয়েছে, সেখানেই তাঁদের স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। মনমোহন সিংয়ের ক্ষেত্রেও কংগ্রেস তেমনটাই করার দাবী জানায়। যা নিয়ে বিতর্ক তৈরী হয়। শুক্রবার রাতেরবেলা কেন্দ্রের তরফে এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্মৃতিসৌধের জন্য জায়গা চেয়ে কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন। কংগ্রেসের অনুরোধের পর মন্ত্রীসভার একটি বৈঠক বসে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর অমিত শাহ, মনমোহন সিংয়ের পরিবার ও মল্লিকার্জুন খাড়গেকে জানান, “সরকারী স্মৃতিসৌধ তৈরী করার জন্য জায়গা নির্দিষ্ট করা হবে। কিন্তু জায়গা খুঁজে পাওয়ার আগেই শেষকৃত্য সম্পন্ন হবে। তারপর সৌধ তৈরীর জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে।” উল্লেখ্য, মনমোহন সিংয়ের শেষকৃত্য ও মেমোরিয়াল তৈরীর জন্য জায়গা না খুঁজে দেওয়াটা কংগ্রেস অপমানজনক বলে দাবী করে। তবে নয়া দিল্লির নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here