অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ লন্ডনের সকল প্রকার কর্মসূচী শেষ করে আজ সন্ধ্যে ৭টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বিমানবন্দরে নামেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে তৃণমূলের কর্মীরা ব্যানার হাতে উপস্থিত ছিলেন।
আজ মুখ্যমন্ত্রী কলকাতায় নামার পর শুধু একবার হাত নেড়ে নিজের কনভয় নিয়ে বাড়ির দিকে রওনা দেন। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আমন্ত্রণেই গত শনিবার দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন। রবিবার সেখানে পৌঁছেছিলেন। আর বাকিংহাম প্যালেসের কাছে একটি হোটেলে ছিলেন। আর কেলগ কলেজে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ‘সামাজিক উন্নয়ন’ এর বিষয় নিয়ে বক্তৃতা সহ সরকারী বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। কিন্তু বক্তৃতা চলার সময় দেখা যায় কয়েকজন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রসঙ্গে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ দেখান।
Sponsored Ads
Display Your Ads Here
তবে মুখ্যমন্ত্রী বিক্ষোভের মধ্যেও নিজেকে সংযত রেখে জানান, “ধন্যবাদ, আমাকে এই ভাবে স্বাগত জানানোর জন্য। এটা গণতন্ত্র। আপনারা নিজেদের দাবীগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন।” যদিও তৃণমূল বিক্ষোভকারীদের এসএফআই বলে আখ্যা দেয়। পাশাপাশি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে প্রভাবশালী শিল্পপতিরাও উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতায় বাংলায় লগ্নি টানার চেষ্টা করেন। আর বাংলা যে শিল্প তৈরীর আদর্শ জায়গা তা বোঝানোর চেষ্টা করেছিলেন। অন্যদিকে, ভারতীয় দূতাবাসের কাছে যোগাযোগের সুবিধার্থে কলকাতা থেকে লন্ডনে সরাসরি যাতে বিমান চলাচল করে সেই অনুরোধও করেন।
Sponsored Ads
Display Your Ads Here