চয়ন রায়ঃ কলকাতাঃ দেশ তথা অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও করোনা গ্রাফ যথেষ্ট ঊর্ধ্বমুখী। এরকম পরিস্থিতিতে বেড ও ওষুধের মতো প্রয়োজনীয় অক্সিজেনেরও যথেষ্ট অভাব আছে। আর তাই প্রয়োজনীয় অক্সিজেন নিশ্চিত করতে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠালেন।
মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, “এই মুহূর্তে রাজ্যের ৫৫০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। সেখানে রাজ্য ৩০৮ মেট্রিক টন অক্সিজেন পাচ্ছে। যাতে রাজ্য পর্যাপ্ত অক্সিজেন পায় তা নিশ্চিত করার অনুরোধ করলেন। এই নিয়ে শপথ গ্রহণের পরে পর পর তিন দিন তিনটি চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়”।
আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অক্সিজেন চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যে উত্পাদিত অক্সিজেন ভিন রাজ্যে পাঠানোয় আপত্তি জানিয়েছিলেন। শুক্রবার আবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তেমনটাই দাবী করলেন। চিঠিতে মমতা জানিয়েছিলেন, “একদিনের মধ্যে রাজ্যে অক্সিজেনের চাহিদা ৪৭০ মেট্রিক টনে এসে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহে তা আরো বৃদ্ধি পেয়ে সাড়ে ৫৫০ মেট্রিক টনে দাঁড়াতে পারে”। এইরকম চরম পরিস্থিতিতে রাজ্যে উত্পাদিত অক্সিজেন অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণে রাখার অনুরোধ করেছিলেন। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে অক্সিজেন সিলিন্ডার পৌঁছানোর জন্য আবেদনও জানিয়েছিলেন”।