যশ এর প্রভাবে জলমগ্ন মালদা
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে যশ এর মারাত্মক প্রভাব পড়েছে। বাদ পড়েনি মালদা জেলাও। যশ এর পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় বৃষ্টিপাতের জেরে মালদা শহর একেবারে জলমগ্ন হয়ে পড়েছে।
ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড় রাজমহল রোড সহ গুরুত্বপূর্ণ রোড গুলি জলমগ্ন হয়ে পড়েছে। শুধু রাস্তা না ইংরেজবাজার পৌরসভার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। এলাকার মানুষজনরা বাড়িতে এতো জল হয়ে পড়ায় তারা অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আত্মীয়-পরিজনদের বাড়ি চলে যাচ্ছে।