নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ঘুষ-বিতর্কে নাম জড়িয়েছিল মহুয়া মৈত্রের। সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তাঁকে। সেদিনই চ্যালেঞ্জ ছুড়ে আবার সংসদে ফেরার কথা বলেছিলেন মহুয়া। গণনার দিন সকাল থেকেই এগিয়ে ছিলেন মহুয়া। বেলা ৩ টের পরই পরিষ্কার হয়ে গেল ছবিটা। বিজেপি প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে জয়ী হলেন মহুয়া মৈত্র। ফলে আবারও সংসদে যাওয়া নিশ্চিত হয়ে গেল তাঁর।
এরইমধ্যে মহুয়া যখন শেষবেলায় দাপিয়ে প্রচার করছেন, সেই সময় আবার মহুয়ার অফিসে এবং কলকাতায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে তাঁর বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করছিল, তখন নতুন করে চাপ তৈরি হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দায়ের করা মামলায়।। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করে ইডি। তারই সূত্র ধরে রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা।
Sponsored Ads
Display Your Ads Here
তবে মহুয়া প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। লোকসভা থেকে মহুয়াকে যেদিন বহিষ্কার করা হয়েছিল, তাঁর গলায় ছিল সুকান্ত ভট্টাচার্যের কবিতা। বলেছিলেন, ‘আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজনহারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই।’
Sponsored Ads
Display Your Ads Here