ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ আজ ভারতের দক্ষিণের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দ্রা রাজাপক্ষে। এপ্রিল মাস থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে অর্থনৈতিক ভাবে দেউলিয়া ঘোষণা করে।
এরপর থেকেই প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপক্ষের ইস্তফার দাবী জোরদার হয়েছিল। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটি কখনো এমন চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েনি।
প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম লাগামছাড়া হয়েছে। মাসের পর মাস এই অবস্থার বিরুদ্ধে শ্রীলঙ্কার নাগরিকগণ দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করেন।
এই আন্দোলনে ট্রেড ইউনিয়নগুলির সাথে কলকারখানায় লক্ষ লক্ষ কর্মী সহ গণপরিবহণ ব্যবস্থার সাথে যুক্ত কর্মীরাও যোগ দেন। চলতি বছরের মধ্যে শ্রীলঙ্কার আন্তর্জাতিক ঋণ ও সুদ মেটাতে অন্তত ৬৯০ কোটি ডলার (প্রায় ৫২ হাজার ৪০০ কোটি টাকা) ব্যয় করার কথা।