অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, সব ঠিকঠাক চললে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। গত ১৬ ই মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে।
সাধারণত মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে। সেই অনুযায়ী রেখে চলতি বছরও জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের একটি সূত্র জানাচ্ছে, আগামী ৩ রা জুন মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।
কিন্তু ওই দিনই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কি না তা রাজ্য সরকারের অনুমতি ওপর নির্ভর করছে। আগামী সপ্তাহে মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকারের অনুমতি চেয়ে আবেদন জানাবেন। রাজ্য সরকার অনুমতি দিলেই জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
তবে এর আগে মধ্যশিক্ষা পর্ষদের দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম বর্ধমান ও পূর্ব-পশ্চিম মেদিনীপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু প্রস্তুতি বৈঠক বাকি রয়েছে। আজ মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা পূর্ব-পশ্চিম মেদিনীপুরের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
আর ২৩ শে মে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৈঠক হবে। ২৫ শে মে পূর্ব-পশ্চিম বর্ধমানের আধিকারিকদের সাথে বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হবে।