অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগামী ২ রা ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। আর পরীক্ষার প্রায় ২৫ দিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘বর্ধিত সময়ের মধ্যে যে সমস্ত শিক্ষার্থী অ্যাডমিট কার্ডের জন্য রেজিস্ট্রেশন করবে না, তাদের মাধ্যমিকে বসতে দেওয়া হবে না।’
অর্থাৎ চলতি বছর যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন করার শেষ দিন ৩১ শে ডিসেম্বর ছিল। এই সময়সীমার মধ্যে এখনো বহু বিদ্যালয় পড়ুয়াদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি। ফলে বিদ্যালয়গুলির আবেদনের ভিত্তিতে ১০ ই জানুয়ারী অবধি সময়সীমা বাড়ানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ‘‘বিদ্যালয়গুলি উদাসীনতা ও গাফিলতির কারণে সময়সীমার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি। আমরা পড়ুয়াদের কথা ভেবে আরো একটি সুযোগ দিলাম। ওই সময়সীমার মধ্যে সম্পূর্ণ না হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা আর পরীক্ষায় বসতে পারবে না।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বিদ্যালয়গুলি রেজিস্ট্রেশন না করে উঠতে পারার কারণ হিসাবে পড়ুয়াদের গাফিলতিকেই দায়ী করছে। কারণ বহু বিদ্যালয় একাধিক বার বিজ্ঞপ্তি জারি করেছে। এমনকি পড়ুয়াদের সাথে যোগাযোগ করলেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ বা নাম নথিভুক্ত করেনি। আর শেষ মুহূর্তে বিদ্যালয়ের কাছে আবেদন করে। যার ফলস্বরূপ এই ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়।
Sponsored Ads
Display Your Ads Here