রায়া দাসঃ কলকাতাঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সূচী অপরিবর্তিত থাকলেও পরীক্ষা শুরুর সময়সূচী পরিবর্তন হয়ে যাচ্ছে। আজ নবান্নে রাজ্য প্রশাসনের সাথে পর্ষদ এবং সংসদের কর্তাদের বৈঠকের পরে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিবৃতি দিয়ে এই সময়সূচী পরিবর্তনের কথা জানানো হয়েছে। এখনো মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা করা না হলেও তাদের সূত্রে সময় পরিবর্তনের কথা জানা গিয়েছে।
সংসদের আগের বিবৃতিতে বলা হয়েছিল, সকাল ১১টা ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ৩ টে অবধি চলবে। কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় দুই ঘণ্টা এগিয়ে আনায় মাধ্যমিক পরীক্ষা ৯টা ৪৫ মিনিটে শুরু হবে। দুপুর ১টা পর্যন্ত চলবে। আর পুরোনো সময় সূচী অনুযায়ী বেলা ১২টা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে দুপুর ৩টে ১৫ মিনিট অবধি চলার কথা ছিল। তবে এক্ষেত্রেও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী সওয়া দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
অর্থাৎ নতুন সময় সূচী অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে। আর দুপুর ১টা পর্যন্ত চলবে। যদিও এই সময়সূচী পরিবর্তনের প্রকৃত কারণ এখনো অবধি পর্ষদ বা সংসদের তরফ থেকেও জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী ২ রা ফেব্রুয়ারী থেকে ১২ ই ফেব্রুয়ারী অবধি মাধ্যমিক পরীক্ষা হবে। আর আগামী ১৭ ই ফেব্রুয়ারী থেকে ২৯ শে ফেব্রুয়ারী পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে।