রায়া দাসঃ কলকাতাঃ পুজোর আগে কেএমডিএ (কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি) শহরের সব উড়ালপুলের মেরামতির কাজ শেষ করতে চাইছে। তাই এবার মা উড়ালপুলে মেরামতির কাজ শুরু হওয়ায় রাতেরবেলা ১০টার পর থেকে সকালবেলা ৭টা অবধি সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ থাকছে।
কেএমডিএ কর্তৃপক্ষ কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কাছে কলকাতা উড়ালপুলে মেরামতির কাজ করার জন্য আবেদন জানালে কলকাতা পুলিশের ইস্ট ট্র্যাফিক গার্ড অনুমতি দেয়। আর তাই মেরামতের যাবতীয় কাজকর্মের জন্য গত সোমবার রাতেরবেলা ১০টা থেকে আগামী সোমবার সকাল ৭টা পর্যন্ত মা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে।
সূত্রের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, আজ মিলন মেলার সামনের উড়ালপুলের অংশ অবধি মেরামতের কাজ হবে। আগামীকাল সায়েন্স সিটি থেকে উড়ালপুলে ওঠার অংশে ও উড়ালপুলের রুবির দিকে নামার অংশে কাজ করা হবে। এছাড়া মঙ্গলবার এবং বুধবার এজেসি বোস উড়ালপুল থেকে পার্ক সার্কাসের উপর দিয়ে সেতুর সাথে সংযোগকারী লেনের মেরামতির কাজ হয়েছে।
রাস্তা ও উড়ালপুলের দেওয়াল মেরামতের পাশাপাশি এবার সেতুটির সিসিটিভি বৈদ্যুতিক বাতিস্তম্ভ এবং স্পিড মিটার রক্ষণাবেক্ষণের কাজও করা হবে। পাশাপাশি উড়ালপুলের একটি অংশে জল জমে যায় বলেও দীর্ঘ দিন ধরে অভিযোগ উঠছে। এই সুযোগে ওই অভিযোগের সুরাহা করা হবে। উড়ালপুল দিয়ে বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার নিকাশির প্রণালীগুলিতে যে সমস্যা দেখা দিয়েছে তারও সমাধান করা হবে।
এখনও পুজোর প্রায় আড়াই মাস বাকি। তার আগেই এক সপ্তাহ ধরে কেএমডিএ মা উড়ালপুলে ধারাবাহিক কাজ করে মা উড়ালপুলের যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কারণ পুজোর মরসুম শুরু হওয়ার আগে থেকেই মা উড়ালপুলে প্রবল যান চলাচলের চাপ থাকে।