চয়ন রায়ঃ কলকাতাঃ শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সুগঠিত করতে উত্তর চব্বিশ পরগণার বুকে প্রতিষ্ঠিত হয়েছে M.R Group Of College. যেখানে আধুনিক পরিকাঠামোর মধ্যে থেকে B.SC Nursing, GNM Nursing সহ B.Pharm, D.Pharm ও Paramedical course করানো হয়।
শুধু পরিকাঠামোই নয়, পরিকাঠামোর পাশাপাশি রয়েছে অভিজ্ঞ অধ্যাপক। যাদের তত্ত্বাবধানে থেকে শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা অর্জন করতে পারে। এছাড়া Theory class এর সাথে সাথে Practical class করানো হয়। তাছাড়া এই প্রতিষ্ঠানের নিজস্ব Hospital থাকায় Placement এর ক্ষেত্রেও যথেষ্ট সুযোগ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here