নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আগামীকাল মঙ্গলবার থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা বাড়ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প ও সাধারণ ক্যাটাগরীর গ্রাহকদের রান্নার গ্যাসের দাম বাড়ছে। আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গ্যাসের দাম বৃদ্ধির কথা জানিয়ে জানান, “আন্তর্জাতিক ক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। এটি প্রতি MT তে ৪১৫ মার্কিন ডলার থেকে বেড়ে ৭১২ মার্কিন ডলার হয়েছে। কিন্তু এর প্রভাব গ্রাহকদের ওপর যেতে দিইনি। তবে দু’-তিন সপ্তাহ অন্তর রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করা হবে।”
দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের দাম বেড়ে ৫৫৩ টাকা হচ্ছে। আর সাধারণ ক্যাটেগরীর গ্রাহকদের ক্ষেত্রে রান্নার গ্যাসের দাম ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হচ্ছে। অন্যদিকে, কলকাতায় সাধারণ গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা থেকে বেড়ে ৮৭৯ টাকা হচ্ছে। আর মুম্বইতে রান্নার গ্যাসের দাম ৮০২.৫০ টাকা ছিল। নতুন দামে তা বেড়ে ৮৫২.৫০ টাকা হয়েছে। যদিও সরকারের পর্যালোচনার পর ভবিষ্যতে দাম কমার সম্ভাবনাও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
২০২৪ সালের ৮ ই মার্চ নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রান্নার গ্যাসের দাম একশো টাকা কমিয়েছিলেন। এরপর প্রায় তেরো মাস ধরে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি। এবার এপ্রিল মাসে একধাক্কায় কেন্দ্রের তরফে পঞ্চাশ টাকা দাম বাড়ানো হয়েছে। যার জেরে স্বাভাবিকভাবেই মধ্যবিত্তদের মাথায় হাত পড়েছে। অন্যদিকে, এদিন অর্থমন্ত্রকের রাজস্ব বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, রান্নার গ্যাসের দামের পাশাপাশি পেট্রোল-ডিজেল সহ আবগারি শুল্কের দাম বাড়ানো হয়েছে। পেট্রোল-ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটার দু’টাকা দাম বাড়ানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here