নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের নলহাটির পালোয়ান বাবা মাজারের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে পুলিশের গাড়ি দেখে পেঁয়াজ বোঝাই লরি আরো গতি বাড়াতেই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই টোটোর ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা গিয়েছে, লরিটি রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল। কিন্তু কর্তব্যরত পুলিশ কর্মীরা লরিটিকে থামার নির্দেশ দেন। তবে লরির চালক লরি না থামিয়ে দ্রুত গতি বাড়িয়ে দেন। এরপর পুলিশ পিছনে বাইক নিয়ে ধাওয়া করে। তাই লরির চালক পুলিশের হাত থেকে বাঁচতে স্বাভাবিকের থেকে বেশী গতিতে গাড়ি চালাতে থাকেন। আর শেষমেশ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। তাতে টোটোর চালক সহ আরো তিন জন ছিলেন। লরির ধাক্কায় টোটোটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এর জেরে তিন জন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নলহাটি থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেই সময় এলাকাবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। এমনকি জাতীয় সড়কে মৃতদেহ ফেলে রেখে পথ অবরোধ শুরু করেন। এলাকাবাসীদের অভিযোগ, “চোদ্দ নম্বর জাতীয় সড়কে নলহাটি থানার পালোয়ান বাবা মাজারের কাছে নলহাটি থানার পুলিশ প্রহরারত থাকেন। আর মাঝেমধ্যেই ওই এলাকা দিয়ে পণ্য বোঝাই লরি থামিয়ে টাকা তোলে। আর তা থেকে লরি চালকরা বাঁচতে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালান।” যদিও পরে পুলিশ বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here









