নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের ভাগীরথী নদী পারাপারের সময় একটি মালবাহী লরি শক্তিপুর থানার রামনগর ঘাটের কাছে উল্টে যায়। ফলে লরিচালক জলে তলিয়ে যায়। নিখোঁজ লরিচালক হলো নেপাল সর্দার। বয়স ৪৫ বছর। এই ঘটনায় অনেকে আহতও হয়েছেন। আশেপাশে থাকা সকলেই চোখের সামনে লরিটিকে ডুবে যেতে দেখে নদী চত্বরে শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, দুধের টিনবোঝাই একটি লরি কলকাতার চিড়িয়া মোড় থেকে মুর্শিদাবাদের শক্তিপুরের দিকে যাচ্ছিল। এরপর রামনগর ঘাট দিয়ে ট্রলারে পারাপার করার সময় লরিটি এক দিকে কাত হয়ে নদীতে পড়ে যায়। এরপর শক্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরিদের সহায়তায় নেপাল সর্দারের খোঁজ চালাচ্ছেন। আর ওই দুর্ঘটনায় ৬০ বছর বয়সী ঊর্মিলা সর্দার নামে এক জন বৃদ্ধা আহত হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি লরি উদ্ধারের কাজও শুরু হয়েছে। অন্যদিকে, পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছেন।