নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আজ আলিপুরদুয়ারের মাদারিহাটের জঙ্গল লাগোয়া মুজনাই চা বাগান সংলগ্ন এলাকা থেকে ১৭ ফুট লম্বা বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা যায়, এদিন চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে প্রথমে বিশাল চেহারার সাপটিকে দেখতে পান। এরপরেই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
বনকর্মী ও আধিকারিকেরা খবর পেয়ে অজগরটিকে চা বাগানে গিয়ে একটি নালা থেকে উদ্ধার করে জলদাপাড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত এলাকায় ছেড়ে দেওয়া হয়। আর প্রায়শই অজগর ডুয়ার্সের জঙ্গল লাগোয়া লোকালয় এবং চা বাগানে ঢুকে পড়ে।