নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ করোনার নতুন রূপ ওমিক্রনের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে। যেখানে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ৬৬ জন। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ জন। তাই প্রশাসনের পক্ষ থেকে গোটা ঝাড়গ্রামে সম্পূর্ণ লকডাউন ঘোষিত হল।
জানা গিয়েছে যে, পুলিশ কর্মী থেকে পুলিশ আধিকারিক ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মী এবং আধিকারিকদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ফলে প্রতি সপ্তাহের শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার ঝাড়গ্রাম শহরে থাকা সরকারী-বেসরকারী বিভিন্ন অফিস সম্পূর্ণ বন্ধ রাখার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি ১০ ই জানুয়ারী সোমবার ঝাড়গ্রাম পৌর এলাকার দোকানপাট সব কিছুই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ গতিকে নিয়ন্ত্রণে আনার জন্য শহরের বেশ কয়েকটি এলাকাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই সাথে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। এছাড়া পৌরসভা থেকে বিভিন্ন এলাকায় করোনা টেস্টের কাজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here

