ব্যুরো নিউজঃ চীনঃ আবারও করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার জেরে গতকাল থেকে চীনের একাধিক শহরে লকডাউন শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গতকাল এক দিনে প্রায় ৩০০ জন করোনা সংক্রমিত হয়েছেন। উত্তরের জিয়ান শহরে গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর ইঙ্গিতও পাওয়া গেছে।
শাংহাইয়েও একই পরিস্থিতিও। কিন্তু করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রশাসনের তরফ থেকে পুনরায় কড়াকড়ি বিধিনিষেধের আশঙ্কা প্রকাশ করছেন। সেই প্রেক্ষিতে বাড়িতে সরকারী রেশন পরিষেবা পাওয়ার কথাও সমাজমাধ্যমে তুলে ধরেছেন।

- Sponsored -
সারা দেশ জুড়ে দ্রুত গতিতে করোনা পরীক্ষা করা শুরু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ‘‘ওমিক্রনের বিএ.৫.২ ভেরিয়েন্টই এই সংক্রমণ চিত্রের মূল কারণ। যা অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে বেশী সংক্রামক।
এর পাশাপাশি প্রতিরোধ ক্ষমতাকে টেক্কা দিতেও অনেক বেশী সক্ষম।’’ এই কারণে করোনা সংক্রমণ আরো দ্রুত হারে ছড়িয়ে পড়া আটকাতে প্রশাসন বেশ কয়েকটি জায়গায় ‘কনট্যাক্ট ট্রেসিং’ এর দিকেও ঝুঁকেছেন।