নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ দেশ জুড়ে কোভিড পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রবল গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এর পাশাপাশি বাড়ছে মৃত্যুর হার।
তাই কর্ণাটক সরকার করোনা পরিস্থিতিতে রাশ টানার জেরে এবার লকডাউন ঘোষণা করল। আগামী দু’সপ্তাহের জন্য সমগ্র কর্ণাটক জুড়ে টানা লকডাউন চলবে বলে ঘোষণা করা হয়েছে। কর্ণাটক সরকারের পক্ষ জানানো হয়েছে, আগামী দু’সপ্তাহ সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত শুধুমাত্র জরুরি পরিষেবা খোলা থাকবে। আর সকাল ১০ টার পর সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে।