নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চণ্ডীতলা এলাকায় দুধের ট্যাঙ্কার ব্রেক ফেল করতেই ট্যাঙ্কার লিক করে দুধ পড়তে শুরু করে। আর যা দেখেই প্রত্যক্ষদর্শীরা হাঁড়ি, বোতল বা বালতি সহ হাতের কাছে যে যাই পেলেন, তাই নিয়ে দুধ সংগ্রহ করতে ছুটলেন। কিন্তু চালকের দিকে কেউ দৃষ্টিপাত করলেন না।
স্থানীয় সূত্রে খবর, চণ্ডীতলা থেকে কলকাতাগামী একটি দুধের ট্যাঙ্কার লিক করতেই চালক বুঝতে পেরে চণ্ডীতলা বাজারের কাছে গাড়িটিকে দাঁড় করিয়ে দেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়িটির ব্রেক ফেল হয়েছিল। তবে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখে প্রত্যক্ষদর্শীরা চালককে সাহায্য করা তো দূরের কথা, সকলেই বিনামূল্যে দুধ সংগ্রহ করতে হুড়োহুড়ি শুরু করেন। কেউ কেউ এই হাঁড়ি ভর্তি দুধ নিয়ে জানান, ‘‘বাবা (শিব) চেয়েছেন বলে এই দুর্ঘটনা।’’ আবার কেউ বলেন, ‘‘শ্রাবণী মেলা চলছে তো। তাই ভোলেবাবাকে দুধ দেওয়ার কোনো অসুবিধা হবে না।’’