নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ায় গঙ্গার ভাঙনের ছবি বার বার উঠে এসেছে। কিন্তু জেলা বা রাজ্য প্রশাসনের তরফ থেকে এই ভাঙন ঠেকানোর কোনোরকম ব্যবস্থা করা হয়নি। তাই শান্তিপুর এলাকায় ভাঙন ক্রমশ বেড়েই চলেছে।
গতকাল রাতের ভাঙনে পথে বসা পরিবারগুলি কোনোরকমে প্রাণ বাঁচিয়ে নিঃস্ব হয়ে একটি বিদ্যালয়ে এসে রয়েছে। কিন্তু আগামী দিনে তারা কোথায় যাবেন তা কারোরই জানা নেই।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন স্থানীয় বিডিও, এসডিও ও জেলা পরিষদের সভাধিপতি বিদ্যালয়ে পরিদর্শনে এসে এই পরিবারগুলির হাতে ত্রিপল এবং কিছু খাদ্যদ্রব্য তুলে দেন। সেই সময়েই ওই পরিবারের সদস্যরা জানান, “তারা খাদ্যদ্রব্য, ত্রিপল চান না। তারা শুধুমাত্র পুনর্বাসন চান”।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সর্বহারা পরিবারগুলির দাবী, “আমাদের রেজিস্ট্রি করে কেনা জায়গা। দীর্ঘদিন থেকে সরকারকে কর দিয়ে আসছি। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবী জানাচ্ছি”।
Sponsored Ads
Display Your Ads Here
অনেক জায়গায় সরকার পুনর্বাসন দেয় শুনেছি। এখানেও সরকার পুনর্বাসন দিক। সেই সাথে ভাঙন ঠেকানোর জন্য গঙ্গার পাড় বাঁধিয়ে দিক”।
যদিও আপাতত প্রশাসন স্থায়ীভাবে গঙ্গার পাড় বাঁধানোর আশ্বাস দিয়েছেন।