নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গ্রীষ্মকালে পানীয় জলের সমস্যা প্রায়শই ঘটে থাকে। কিন্তু শীত প্রধান এলাকায় শীতকালে পানীয় জলের সঙ্কট দেখা যায়। আর এবার জলপাইগুড়ির ধূপগুড়ির নয় নম্বর ওয়ার্ডে এই সমস্যা দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা তীব্র বিক্ষোভও দেখিয়েছেন।
এই এলাকায় পানীয় জলের সঙ্কট নতুন নয়। মাঝেমধ্যে কলে জল এলেও কখনো ঘোলা আবার কখনো কাদা জল পড়ে। যা ব্যবহারের উপযুক্ত নয়। বাড়ি বাড়ি জলের লাইন থাকতেও পানীয় জল পৌঁছাচ্ছে না। পুরসভায় বারবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি।
তাই এদিন এলাকাবাসীরা একপ্রকার বাধ্য হয়ে জলের দাবীতে হাতে প্ল্যাকার্ড ও ফাঁকা বালতি নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। পরে ধুপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন।