মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার হাসনাবাদ থানার অন্তর্গত ন্যাজাট রোডের নোয়াপাড়া এলাকায় বেআইনী লটারীর দোকানে স্থানীয়রা ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দিনভর বিক্ষোভ চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় আছে। আর বিদ্যালয়ের পাশেই বেআইনী মদের ব্যবসা ও অনলাইন লটারীর ব্যবসা চলত। এলাকাবাসী একাধিকবার থানায় অভিযোগ জানালেও কোনো লাভ হয়নি। ফলে এলাকার মহিলারা একজোট হয়ে মদ এবং লটারী ব্যবসা বন্ধের দাবীতে রাস্তা অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন। এমনকি, শেষে বিক্ষোভকারীরা লটারীর দোকানটির উপরেও চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালান।
Sponsored Ads
Display Your Ads Here
স্থানীয় বাসিন্দা রাখী হালদারের কথায়, ‘‘আমাদের গ্রামে অধিকাংশ মানুষই দিন আনি-দিন খাই। সারাদিন খেটে যা আয় করেন, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই টাকা দিয়ে মদ খেয়ে আর অনলাইন লটারি খেলে সব টাকা শেষ করে বাড়ি যান। গত দু’দিন আগে আমার নিজের স্বামীই মদ খেয়ে লটারি খেলে সারারাত বাড়ি ফেরেননি। রাস্তার ধারে পড়ে ছিলেন। সারা রাত খোঁজাখুঁজির পর ভোরে রাস্তার ধারে খুঁজে পাই। আমরা গ্রামের মহিলারা কত বার পুলিশকে বলেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’’
Sponsored Ads
Display Your Ads Here
মদ ব্যবসায়ী দীপা দাস অবশ্য জানান, ‘‘আমি ছাড়াও এই এলাকায় আরো অনেক মদের ব্যবসায়ী আছেন। তারা ব্যবসা বন্ধ করুন, তাহলে আমিও বন্ধ করে দেব। আমরা মদ বিক্রি করি সেটা পুলিশ জানে। যে রক্ষক, সেই ভক্ষক।’’
Sponsored Ads
Display Your Ads Here