সরকারী সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জেরে প্রধানকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

Share

রাজ খানঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা সরকারী বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকমতো ভাবে না পাওয়ার অভিযোগ তুলে গ্রামপ্রধানকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

https://www.youtube.com/watch?v=E4GfzS0wgPM


গ্রামবাসীদের অভিযোগ, “পঞ্চায়েত থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ১০০ দিনের কাজ, বাংলা আবাস যোজনা, মিশন নির্মল বাংলা সহ বিভিন্ন সরকারী প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। নানান ক্ষেত্রেই সুযোগ সুবিধা মিলতে বছর ঘুরে যাচ্ছে। তাই এই বিষয়ে গ্রামপ্রধানের দ্বারস্থ হতে হয়। কিন্তু কোনো সদুত্তর না মেলায় গ্রামপ্রধানকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হয়”।

https://www.youtube.com/watch?v=gsPaFFDw3VU


এই প্রসঙ্গে গ্রামপ্রধান বিনয়কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, “ব্লক থেকে যে অনুপাতে প্রকল্পের বরাদ্দ পাওয়া যাচ্ছে সেই রকমই পরিষেবা সকল গ্রামবাসীকে পৌঁছে দেওয়া হচ্ছে”।


https://www.youtube.com/watch?v=P97Z18V_8IY

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930